সঠিক উত্তর হচ্ছে: ভোজন
ব্যাখ্যা: যে বিশেষ্যপদ দ্বারা ক্রিয়ার ভাব বা কাজের নাম বোঝায়, তাকে ভাববাচক বা ক্রিয়াবাচক বিশেষ্য বলে।
যথা- দেখা, শোনা, করা, গমন (যাওয়ার ভাব বা কাজ), ভোজন (খাওয়ার কাজ), শয়ন (শোয়ার কাজ), দর্শন (দেখার কাজ), শ্রবণ (শোনার কাজ) ইত্যাদি।
চিনি - বস্তুবাচক বিশেষ্য;
তিথি - নামবাচক বিশেষ্য;
জনতা - সমষ্টিবাচক বিশেষ্য৷
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।