সঠিক উত্তর হচ্ছে: পল অ্যালেন
ব্যাখ্যা: মাইক্রোসফট (Microsoft) : ━━━━━━━━》❈《 ━━━━━ → ৪ এপ্রিল ১৯৭৫ সালে বিল গেটস ও তার সহকর্মী পল অ্যালেন প্রতিষ্ঠা করেন| → কম্পিউটার জগতের সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান। → আশির দশকে IBM কোম্পানি মাইক্রোসফটের MS DOS ব্যবহারের সিদ্ধান্ত নেয়। → এটি বিভিন্ন কম্পিউটার ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি, লাইসেন্স দেওয়া এবং পৃষ্ঠপোষকতা করে থাকে। → জনপ্রিয় সফটওয়্যার হল Windows OS এবং MS Office.এর সার্চ ইঞ্জিনের নাম Bing. → সদর দপ্তর- রেডমন্ড, ওয়াশিংটন ডিসি।