সংজ্ঞা: একটি কম্পিউটার ফাইল হলো একটি তথ্য যা কম্পিউটার প্রোগ্রাম এর নিকট গ্রহণযোগ্য।
উদাহরণ: অডিও, ভিডিও, ছবি
ফাইলের নাম এর শেষে এর ফরম্যাট টাইপ লেখা থেকে। একে ফাইল এক্সটেনশন বলে।
যেমনঃ DC001.jpg বা chaite_paro.mp3
উপরের উদাহরণ দুটিতে যথাক্রমে প্রথমটি ছবির এক্সটেনশন [ .jpg] এবং দ্বিতীয়টি অডিও ফাইলের এক্সটেনশন [ .mp3]
ওহ আরেকটি উদাহরণ তো আছে, সি প্রোগ্রাম এর ফাইল এর এক্সটেনশন হলো .c
ফাইল এ অবশ্যই ফাইল এক্সটেনশন থাকবে। তা যাই হউক না কেন।
সংজ্ঞা: কম্পিউটার ফাইল সমূহ যে কন্টেইনারে সংরক্ষণ করা হয় তাকে ফোল্ডার বলে। যেমন আমরা ব্যাগ এ বই খাতা রাখি। এই ক্ষেত্রে বই খাতা হলো ফাইল এবং ব্যাগ হলো ফোল্ডার।
ফোল্ডারে কোনো এক্সটেনশন থাকে না। Test হলো একটি ফোল্ডার এর নাম। তুমি টাইপ খেয়াল করো, আমার সিস্টেমে এটি দেখাচ্ছে। তোমার সিস্টেমে এটি না ও দেখতে পারে। লোগো টি খেয়াল করো তাহলেও বুঝতে পারবে এটি ফাইল নাকি ফোল্ডার।
List হলো একটি ফাইলের নাম। এটি তুমি এর নাম এর শেষে তাকালেই বুঝতে পারবে। দেখো, এর এক্সটেনশন হলো txt মানে এটি হলো একটি টেক্সট ফাইল। এর সাইজ ২৬২ বাইটস।