সঠিক উত্তর হচ্ছে: শিরে সংক্রান্তি
ব্যাখ্যা: ∎ \"শিরে সংক্রান্তি\" বাগধারাটির অর্থ--আসন্ন বিপদ।
\nচৈত্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবং শিব সংক্রান্তি বাগধারা নয়। চৈত্র সংক্রান্তি হলো চৈত্র মাসের শেষ দিন । এই দিনে বাঙালি হিন্দুরা শিবের পূজা করে এবং এ উপলক্ষে বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান ও মেলা হয় । পৌষ সংক্রান্তি হলো পৌষ মাসের শেষ দিন।