সঠিক উত্তর হচ্ছে: অপ্রচলিত শব্দ প্রয়োগ
ব্যাখ্যা: অপ্রচলিত, দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়৷
যেমন- \'তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ\' (চাতুরী বা মায়া অর্থে কিন্তু বাংলা \'প্রপঞ্চ\' শব্দটি অপ্রচলিত)।
অর্থাৎ, বাক্যটিতে অপ্রচলিত শব্দ প্রয়োগ জনিত অপপ্রয়োগ ঘটেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।