সঠিক উত্তর হচ্ছে: ১১টি
ব্যাখ্যা: বাংলাদেশে ২০১৩ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সুরক্ষা) আইনের বিধিমালা তৈরি করা হয়৷ ২০১৬ সালে বাংলাদেশের জামদানি শাড়ি প্রথম ভৌগোলিক নির্দেশক সামগ্রী হিসেবে স্বীকৃতি পায়৷ ২০১৭ সালে ইলিশ এবং ২০১৯ সালে ক্ষীরষাপাতি আম পায় জিআই স্বীকৃতি৷ গত জুন মাসে ঢাকাই মসলিন, রংপুরের শতরঞ্জি, রাজশাহী সিল্ক, দিনাজপুরের কাটারিভোগ, নেত্রকোণার বিজয়পুরের সাদামাটি ও বাংলাদেশের কালিজিরা চাল একসাথে জিআই স্বীকৃতি পেয়েছে৷\n\nবাংলাদেশের মোট ৩৭টি পণ্যের জিআই স্বীকৃতির আবেদনের মধ্যে ১১টি পণ্যের স্বীকৃতি পাওয়া গেছে৷ তালিকায় রয়েছে রংপুরের হাড়িভাঙা আম, নাটোরের কাঁচাগোল্লা ও নোয়াখালীর মহিষের দুধের দই ৷\n\nএনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)