সঠিক উত্তর হচ্ছে: ঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী
ব্যাখ্যা: প্রথম পদের শেষে ‘অ-ধ্বনি’ বা ‘আ-ধ্বনি’ এর পর দ্বিতীয় পদের প্রথমে ‘হ্রস্ব-ই’ বা ‘দীর্ঘ-ঈ’ ধ্বনির মিলনে ‘এ-কার’ হয়ে পূর্বের বর্ণে যুক্ত হয়। যেমন- \n\nমহা + ঈশ্বর = মহেশ্বর, \nঢাকা + ঈশ্বরী = ঢাকেশ্বরী [বাংলাদেশ সহকারী পরিচালক: ০৪]