সঠিক উত্তর হচ্ছে: সংষ্কৃতি
ব্যাখ্যা: সমাজজীবনে মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার এবং কর্মকাণ্ডের সবকিছু পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় মূল্যবোধ দ্বারা। আর এই আদর্শিক জীবনাচারের পরিশীলিত ও মার্জিত রূপই হচ্ছে সংষ্কৃতি যা বংশ পরম্পরায় চালিত ও পরিবর্তিত হয়ে উৎকর্ষ রূপ লাভ করে। অর্থাৎ মূল্যবোধকে চালিত ও বিকশিত করে সংষ্কৃতি।