সঠিক উত্তর হচ্ছে: ১৯৪৪ সালে
ব্যাখ্যা: এটি পশ্চিম ইউরোপের একটি রাজনৈতিক - অর্থনৈতিক ইউনিয়ন যা তিনটি প্রতিবেশী রাষ্ট্র বেলজিয়াম , নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক আন্তঃসরকারি সহযোগিতার জন্য গঠন করে। প্রতিটি দেশের প্রথম বর্ণদ্বয় বা বর্ণত্রয় থেকে বেনেলাক্স নামটির সৃষ্টি। অর্থাৎ Belgium এর Be, Netherland এর ne এবং Luxembourg এর lux থেকে Benelux এর নামকরণ করা হয়। \n\n১৯৪৪ সালে স্বাক্ষরিত শুল্ক চুক্তির নামকরণের জন্য বেনেলাক্স নামটি প্রথম ব্যবহৃত হয়েছিল। \n\nএটি এখন তিনটি দেশের ভৌগলিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক গোষ্ঠীকরণের জন্য বেশি ব্যবহৃত হয়।\n\nপরবর্তীতে ১৯৪৮ সালে এটি বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন ও ১৯৫৮ সালে বেনেলাক্স ইকোনোমিক ইউনিয়ন হিসেবে যাত্রা শুরু করে।