সঠিক উত্তর হচ্ছে: বাহুলতা
ব্যাখ্যা: বাহুলতা\' রূপক সমাস নয়। এটি উপমিত কর্মধারয় সমাস- বাহু লতার ন্যায়। কমলমুখ (কমল রূপ মুখ), বিষাদ-সিন্ধু (বিষাদ রূপ সিন্ধু), জ্ঞানবৃক্ষ (জ্ঞান রূপ বৃক্ষ)- এগুলো রূপক কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে উপমান ও উপমেয়কে অভিন্ন কল্পনা করা হয়। এবং উপমান ও উপমেয় বা উপমিত পদের সমাস হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। [তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যকরণ ,নবম-দশম শ্রেণি]