সঠিক উত্তর হচ্ছে: ন্যাম
ব্যাখ্যা: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুভাগে বিভক্ত হয়ে পড়ে। মার্কিন নেতৃত্বাধীন জোট পুঁজিবাদ এবং সোভিয়েত ইউনিয়ন সমাজতন্ত্রে বিশ্বাসী। এতে করে সাবেক যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট ব্রোজ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিসরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন। এলক্ষ্যে তাদের উদ্যোগে ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার ২৯ দেশের অংশগ্রহণে বান্দুং সম্মেলনে ন্যাম গঠন বিষয়ে আলোচনা ও এর নীতি নির্ধারিত হয়। যার ভিত্তি ১৯৬১ সালের ১-৮ সেপ্টেম্বর যুগোস্লাভিয়ার বেলগ্রেড ২৪টি দেশের অংশগ্রহণে শহরে প্রথম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০ টি। সর্বশেষ ন্যাম সম্মেলন ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়। (সূত্রঃ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ সংস্থা ওয়েবসাইট)