সঠিক উত্তর হচ্ছে: দুগ্ধফেননিভ
ব্যাখ্যা: দুগ্ধ ফেনার তুল্য = দুগ্ধফেননিভ হলো নিত্য সমাস।
যে সমাসে সমস্যমান পদসমূহের দ্বারা ব্যাসবাক্য গঠিত হয় না, ব্যাসবাক্য গঠনের জন্য অন্য পদের প্রয়োজন পড়ে, তাকে নিত্য সমাস বলে।
যথা - দর্শনমাত্র, বিরানব্বই, তন্মাত্র, গ্রামান্তর, কালসাপ ইত্যাদি।
চৌচালা, একতারা, দশানন হলো বহুব্রীহি সমাস।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ।