সঠিক উত্তর হচ্ছে: জারক রস বিতরণ করা
ব্যাখ্যা: রক্তরসের কাজ\n\n? রক্তকণিকাসহ রক্তরসে দ্রবীভূত খাদ্যসার দেহের বিভিন্ন অংশে বাহিত করা।\n\n? টিস্যু থেকে বর্জ্য পদার্থ নির্গত করে, সেগুলো রেচনের জন্য বৃক্কে পরিবহন করা।\n\n? শ্বসনের জন্য কোষের সৃষ্ট CO2 কে বাইকার্বনেট হিসেবে ফুসফুসে পরিবহন করা।\n\n? রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করা।\n\n? হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি দেহের বিভিন্ন অংশে বহন করা।