সঠিক উত্তর হচ্ছে: মেসোপটোমিয়ায়
ব্যাখ্যা: খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউপ্রেটিস নদীর তীরে বর্তমান সময়ের ইরাক ও সিরিয়ায় গড়ে ওঠা সভ্যতাকে মেসোপটেমীয় সভ্যতা নামে অভিহিত করা হয়। মেসোপটেমীয় সভ্যতার চারটি পর্যায় ছিল। এগুলাে হলো সুমেরীয় সভ্যতা, ব্যবিলনীয় সভ্যতা, আসিরীয় সভ্যতা ও ক্যালডীয় সভ্যতা। গ্রিসে গড়ে ওঠে গ্রিক সভ্যতা ও রোমে গড়ে ওঠে রোমান সভ্যতা।