সঠিক উত্তর হচ্ছে: জাপান
ব্যাখ্যা: G-7 এর পূর্ণরূপ- Group of 7। এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট। পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৬টি। সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। এর একমাত্র এশীয় দেশ জাপান।
উৎসঃ G-7 ওয়েবসাইট।