সঠিক উত্তর হচ্ছে: ১৯৩৯
ব্যাখ্যা: ১৯৩৯ সালে অমিয় চক্রবর্তীর বিখ্যাত এক মুঠো কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। কবি কাব্যটিতে সময়কে বিবেচনায় এনেছেন। এই সময়গত মানব মানবীর অন্তর্গত সুখ ও সমস্যা ধরার চেষ্টাও তিনি এখানে করেছেন। বিশ শতকের বিজ্ঞানের যুগে মানুষের জীবনের জটিলতাকেও তুনি সুন্দর ভাবে অংকন করেছেন কাব্যটিতে।[তথ্যসূত্রঃ ভাষা শিক্ষা ও সাহিত্য জিজ্ঞাসা]