সঠিক উত্তর হচ্ছে: ক্ষুৎপিপাসা
ব্যাখ্যা: শুদ্ধ বানান______ ক্ষুৎপিপাসা। \r\nনিয়ম : দ্ ও ধ্ এর পরে ক, চ, ট, প, খ, ঠ, থ, ফ, থাকলে দ্ ও ধ্ এর স্থলে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়। যেমন______ \r\nদ্ .> ত্ (তদ্ + কাল = তৎকাল), ধ্ > ত্ (ক্ষুধ্ + পিপাসা = ক্ষুৎপিপাসা)।