সঠিক উত্তর হচ্ছে: একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা: \'একটি কালো মেয়ের কথা\' তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কর্তৃক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।
- কথাসাহিত্যিক, রাজনীতিবিদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ১৮৯৮ সালের ২৩ জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর গ্রামে এক জমিদারবংশে জন্মগ্রহণ করেন।
- তারাশঙ্করের প্রথম গল্প ‘রসকলি’ সেকালের বিখ্যাত পত্রিকা কল্লোল-এ প্রকাশিত হয়।
- মানবচরিত্রের নানা জটিলতা ও নিগূঢ় রহস্য তাঁর উপন্যাসে জীবন্তভাবে প্রকাশ পেয়েছে।
- তারাশঙ্কর প্রায় দুশ গ্রন্থ রচনা করেন।
সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল-
- চৈতালী ঘূর্ণি (১৯৩২),
- জলসাঘর (১৯৩৮),
- ধাত্রীদেবতা (১৯৩৯),
- কালিন্দী (১৯৪০),
- গণদেবতা (১৯৪৩),
- পঞ্চগ্রাম (১৯৪৪),
- কবি (১৯৪৪),
- হাঁসুলি বাঁকের উপকথা (১৯৪৭),
- আরোগ্য নিকেতন (১৯৫৩) ইত্যাদি
\"বকুলপুরের স্বাধীনতা\" - মমতাজ উদ্দিন আহমদ রচিত মুক্তিযুদ্ধের নাটক।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ)।