সঠিক উত্তর হচ্ছে: তামিল
ব্যাখ্যা: চুরুট তামিল ভাষা থেকে আগত শব্দ। সিংহলি শব্দের উদাহরণ এর মধ্যে আছে- বেরিবেরি, সিডর, মালয় শব্দের উদাহরণ এর মধ্যে আছে- কাকাতুয়া, কিরিচ, ইত্যাদি, ইতালিয়ান শব্দের মধ্যে আছে- সনেট, ম্যাজেন্টা, মাফিয়া ইত্যাদি। জার্মান শব্ধের মধ্যে আছে- কিন্ডারগার্টেন, নাতসি ইত্যাদি। [তথ্যসূত্রঃ প্রথম আলো পত্রিকা ]