সঠিক উত্তর হচ্ছে: নাইট্রোজেন
ব্যাখ্যা: মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে বায়ুর - নাইট্রোজেন।\n\nরাইজোবিয়াম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে মাটিতে নাইট্রোজেন এর পরিমাণ বৃদ্ধি করে। কোন উদ্ভিদে মাটিতে অক্সিজেন হাইড্রোজেন কিংবা কার্বন - ডাই - অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে না।