সঠিক উত্তর হচ্ছে: ১৯৪৭ সাল
ব্যাখ্যা: ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনে ৪৫টি দেশের প্রতিনিধিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সিদ্ধান্ত গ্রহণ করে। এর অংশ হিসেবে ১৯৪৫ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে IMF (The International Monetary Fund) গঠিত হয়। ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে। প্রথম দেশ হিসেবে ফ্রান্স IMF থেকের ঋণ গ্রহণ করেছিলো। IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯০টি। সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক অর্থব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।\n [তথ্যসূত্রঃ www.imf.com ]