সঠিক উত্তর হচ্ছে: ইউরোপীয় ইউনিয়ন
ব্যাখ্যা: ইউরোপের শান্তি ও স্থিতিশীলা এবং গণতন্ত্র ও মানবাধিকার সমুন্নত রাখায় ২০১২ সালে ইউরপীয় ইউনিয়নকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।\n\n১৯৫৭ সালের ২৫ মার্চ রোম চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রাথমিক পথচলা শুরু হয়, তখন এর নাম ছিল \'European Coal and Steel Community \" পরবর্তীতে ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি \'ম্যাসট্রিচট চুক্তি\' স্বাক্ষরিত হলে ১ নভেম্বর , ১৯৯৩ সালে তা কার্যকর হয় এবং এর মাধ্যমে \'ইউরোপীয় ইউনিয়ন\' এর কার্যক্রম শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের সদরদপ্তর ব্রাসেলস, বেলজিয়াম । ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮ টি রাষ্ট্র (সর্বশেষ - ক্রোয়েশিয়া )। আরবলীগ প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ , ১৯৪৫ সালে। আসিয়ান ও ন্যাটো প্রতিষ্ঠিত হয় যথাক্রমে ৮ আগস্ট, ১৯৬৭ সালে এবং ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।