নিচের অপশন গুলা দেখুন
- অম্বু
- নিম্ব
- তড়িত
- সরিৎ
বাংলা ভাষায় বহু শব্দ রয়েছে, যেসব শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়। বাংলা ডিকশনারীতে অম্বু শব্দের বিভিন্ন অর্থ রয়েছে। যেমন: ১। জল। ২। পানি। ৩। বারি। ৪। সলিল। ৫। মূত্র। ৬। পয়: ৭। উদক। ৮। নীর। ৯। পুষ্করিণী। ১০। সমুদ্র। ১১। নদী। ১২। হ্রদ। ১৩। জল থেকে বা জলে জন্ম হয়েছে এমন বা জল দেয় এমন।