সঠিক উত্তর হচ্ছে: শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন।\nউপন্যাস - ৪টি ‘অক্টোপাশ’ (১৯৮৩), ’অদ্ভুত আঁধার এক’ (১৯৮৫), ‘নিয়ত মন্তাজ’ (১৯৮৫), ‘এলো সে অবেলায়’ (১৯৯৪)\n[তথ্যসূত্রঃ বুক তাঁর বাংলাদেশের হৃদয়, শিল্পসাহিত্য, প্রথম আলোর সাপ্তাহিক ক্রোড়পত্র]