সঠিক উত্তর হচ্ছে: কর্ম কারকে শূন্য
ব্যাখ্যা: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে। কর্মে শূন্য বিভক্তির উদাহরণ হলোঃ ডাক্তার ডাক। আমাকে একটা বই দাও। আর ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ \'এ\' \'য়\' ‘ ডে ’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এখানে \'সর্বাঙ্গে\' শব্দটি অধিকরণে সপ্তমী।