সঠিক উত্তর হচ্ছে: ইংল্যান্ড
ব্যাখ্যা: জি-৭ -এর ৪৭তম সম্মেলন ইংল্যান্ড-এর কর্নওয়ালে ১১ই জুন,২০২১ থেকে ১৩ই জুন,২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হয়। জি-৭ এর পূর্ণাঙ্গ রূপ হল গ্রুপ অফ সেভেন, বা সাতটি দেশের দল। বিশ্বের তথাকথিত উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত। জোটের সদস্য দেশ হল কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ। (তথ্যসূত্র-দৈনিক পত্রিকা)