সঠিক উত্তর হচ্ছে: বিশেষ্যের পুনরাবৃত্তি দূর করা
ব্যাখ্যা: বিশেষ্যের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে।\n\nযেমন - রহিম ভালো ছেলে। সে প্রতিদিন স্কুলে যায়।\n\nদ্বিতীয় বাক্যে \'সে\' শব্দটি প্রথম বাক্যের \'রহিম\' বিশেষ্য পদটির পুনরাবৃত্তি দূর করতে ব্যবহৃত হয়েছে।