সঠিক উত্তর হচ্ছে: শিরশ্ছেদ
ব্যাখ্যা: শুদ্ধ বানান হলো শিরশ্ছেদ।\n\nশিরশ্ছেদ =শিরঃ + ছেদ। এটি বিসর্গ সন্ধির উদাহরণ, সে অর্থে \'শিরশ্ছেদ\' শব্দটি সন্ধি -জাত শব্দ। সন্ধির নিয়ম অনুসারে বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিষধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধান্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য-শিষ ধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিষধ্বনি হয়। উদাহরণস্বরূপ নিঃ + চয় = নিশ্চয় ; নিঃ+ ঠুর = নিষ্ঠুর ইত্যাদি।