সঠিক উত্তর হচ্ছে: বাঁধন-হারা
ব্যাখ্যা: কাজী নজরুলের প্রথম উপন্যাস- বাঁধনহারা (১৯২৭)। এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস। উপন্যাসের নায়ক নুরুল হুদা। নুরু চরিত্রের মাধ্যমে নজরুল নিজের চরিত্র চিত্রায়ণ করেছেন। গল্পগ্রন্থ- ব্যথার দান। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।