সঠিক উত্তর হচ্ছে: কাঠমুন্ডু
ব্যাখ্যা: সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি আঞ্চলিক জোট। ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের সদস্য ৮টি। এগুলো হলো: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। সার্কের বর্তমান মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান উরেকুন। (সূত্রঃ সার্ক ওয়েবসাইট)