সঠিক উত্তর হচ্ছে: দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা: বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দুর্গেশনন্দিনী’ (১৮৬৫) । তবে বাংলা ভাষার প্রথম উপন্যাস হচ্ছে প্যারীচাদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’(১৮৫৮)। অন্যদিকে, বিষাদ সিন্ধু (১৮৯১) মীর মশাররফ হোসেনের বিখ্যাত উপন্যাস এবং বাধন হারা (১৯২৭) কাজী নজ্রুল ইসলামের উপন্যাস।