সঠিক উত্তর হচ্ছে: static ram
ব্যাখ্যা: একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালালে কম্পিউটার র্যাম নিজের মেমোরি ছাড়াও প্রয়োজনমতো হার্ডডিস্কের জায়গা ব্যবহার করে। এটাকে কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বলে, যা সোয়্যাপ ফাইল নামেও পরিচিত। র্যামের নিজস্ব ধারণক্ষমতার বাইরে গেলেই অতিরিক্ত এই মেমোরির প্রয়োজন হয়। কিন্তু হার্ডড্রাইভ র্যামের তুলনায় ধীরগতির। ফলে ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে বেশি প্রোগ্রাম চালাতে পারলেও র্যামের মতো অতটা দ্রুতগতির হবে না। এটি গঠিত হয় static ram এর মাধ্যমে। \n\n[তথ্যসূত্র - মাধ্যমিক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি\']