সঠিক উত্তর হচ্ছে: মার্লবোরো হাউজ
ব্যাখ্যা: যুক্তরাজ্যের সাবেক ঔপনিবেশিক দেশগুলো নিয়ে ১৯৩১ সালে কমনওয়েলথের যাত্রা শুরু হয়। ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়। লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়। কমনওয়েলথের বর্তমান প্রধান রানী দ্বিতীয় এলিজাবেথ। এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪ টি। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে। কমনওয়েলথের পরবর্তী সম্মেলন এই বছর রুয়ান্ডায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কমনওয়েলথের বর্তমান মহাসচিব প্যাট্রেসিয়া স্কটল্যান্ড।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।