সঠিক উত্তর হচ্ছে: গড়াই
ব্যাখ্যা: পদ্মা বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদী কুষ্টিয়ার উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যা এদেশে পদ্মা নামে পরিচিত। কুমার, মাথাভাঙা, মধুমতী, গড়াই, আড়িয়াল খাঁ, মাথাভাঙ্গা ইত্যাদি পদ্মানদীর প্রধান শাখানদী। ধরলা ও তিস্তা; ব্রহ্মপুত্রের প্রধান উপনদী এবং বংশী ও শীতলক্ষ্যা প্রধান শাখানদী। [তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক ভূগোল (প্রথম পত্র)]