সঠিক উত্তর হচ্ছে: ফারসি, ফরাসি, ইংরেজি, আরবি শব্দ
ব্যাখ্যা: রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষীর বহু শব্দ বাংলা ভাষায় এসেছে। এসব শব্দকে বিদেশী শব্দ বলে। বিদেশী শব্দের মধ্যে আরবী ফারসি, ইংরেজি বিশেষ উল্লেখযোগ্য।\n১।ফারসি শব্দঃ চশমা, খানসামা, মেথর, বান্দা, আমদানী,দোকান ইত্যাদি\n২।ফরাসি শব্দঃ কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি।\n৩।ইংরেজি শব্দঃ ইউনিভার্সিটি, কলেজ, আফিম, অফিস, স্কুল, বাক্স ইত্যাদি।\n৪।আরবী শব্দঃ আল্লাহ, ইসলাম, ঈমান, হাজির, হালাল, আদালত, উকিল, ইনসান ইত্যাদি।\n[তথ্যসূত্রঃ নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ]