নিচের অপশন গুলা দেখুন
- হাসান আজিজুল হক
- শামসুর রাহমান
- নির্মলেন্দু গুণ
- সৈয়দ আলী আহসান
শামসুর রাহমান রচিত বিখ্যাত কিছু কবিতাঃ
- \'\'হাতির শুড়\'\' - - স্বৈরশাসক আয়ুব খানকে বিদ্রুপ করে লেখা,
- \'\'টেলেমেকাস\'\' - - ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কারাবন্দী হলে তাকে উদ্দেশ্য করে লেখা,
- \'\'বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা\'\' - - ১৯৬৮ সালে অভিন্ন রোমান হরফে পাকিস্তানের সব ভাষার বর্ণমালা লেখার প্রস্তাব করার প্রেক্ষিতে লেখা,
- \'\'আসাদের শার্ট\'\' - - গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে গুলিতে আসাদ নিহত হলে তার রক্তমাখা শার্ট নিয়ে মিছিল দেখে,
- \'\'স্বাধীনতা তুমি\'\', \'\'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা\'\' ইত্যাদি।
উৎসঃ শামসুর রাহমানের কবিতা সংকলন ও বাংলাপিডিয়া