নিচের অপশন গুলা দেখুন
- কর্মধারয়
- বহুব্রীহি
- অব্যয়ীভাব
- তৎপুরুষ
\'শশব্যস্ত\' কর্মধারয় সমাস (শশকের ন্যায় ব্যস্ত)।
\nযে সমাসে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়, তাকে কর্মধারয় সমাস বলে।
\nযেমন: নীল যে পদ্ম= নীলপদ্ম, শান্ত অথচ শিষ্ট= শান্তশিষ্ট, কাঁচা অথচ মিঠা= কাঁচামিঠা।