সঠিক উত্তর হচ্ছে: একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম নিয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসের নাম - একটি কালো মেয়ের কথা। তার অন্যান্য উপন্যাস-- অরণ্যবহ্নি (সাওতাল বিদ্রোহ নিয়ে), কবি, চৈতালি ঘূর্ণি, ধাত্রীদেবতা, গণদেবতা, কালিন্দী, জলসাগর, হাঁসুলী বাঁকের উপকথা, পঞ্চপুন্ডলী, রাধা ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।