সঠিক উত্তর হচ্ছে: 12
ব্যাখ্যা: 4x²-px+9\r\n\r\n= (2x)²-px + 3²\r\n[যেহেতু আমরা P এর মান জানি না, তাই দুই পাশে আগে বর্গ বানিয়ে নিব]\r\n\r\n= (2x)²-2.2x.3+ 3²\r\n[এখানে 2x হচ্ছে a এবং 3 হচ্ছে b, তাই সূত্রানুযায়ী সূত্রের 2 বসানোর পরে a এবং b এর মান বসিয়ে দিয়ে সূত্র বানানো হয়েছে।] \r\n\r\n= (2x)²-12x+ 3²\r\n[এখন লক্ষ্য করুন, মাঝখানে px এর জায়গায় এসেছে 12x. অর্থাৎ এখানে 12 সংখ্যাটি অতিরিক্ত। যদি প্রদত্ত সমীকরণে আগে থেকেই 12 থাকত p এর পরিবর্তে, তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। \r\n\r\nতাই p = 12 (Ans)