সঠিক উত্তর হচ্ছে: শ্রীমঙ্গলে
ব্যাখ্যা: ভারতের আসামের পরেই উপমহাদেশের সবচেয়ে পুরাতন চা গবেষণা কেন্দ্র রয়েছে চায়ের রাজ্যখ্যাত সবুজে শ্যামলে ঘেরা শ্রীমঙ্গলে। যা দেখতে প্রচুর পর্যটক আসে। ১৯৫৭ সালে ২৮ ফেব্রুয়ারী চা গবেষণা ইন্সটিটিউট (BTRI) প্রতিষ্ঠিত হয়।\n[তথ্যসূত্রঃ www.btri.gov.bd]