সঠিক উত্তর হচ্ছে: কর্মধারয়
ব্যাখ্যা: জ্যোৎস্না শোভিত রাত = জ্যোৎস্নারাত, এটি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্যপদের লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন : বিপদকে আপন্ন = বিপদাপন্ন। সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্যপদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। যেমন : তিন কালের সমাহার = ত্রিকাল। যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে, অন্য কোনো পদকে বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে । যেমন : মহান আত্মা যার = মহাত্মা। [তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ১ম খণ্ড]