সঠিক উত্তর হচ্ছে: ঔ
ব্যাখ্যা: বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭ টি। এগুলো হলো- অ, আ, ই, উ, এ, অ্যা, ও। ঐ এবং ঔ হলো যৌগিক স্বরধ্বনি। উল্লেখ্য যে বাংলা ভাষায় ‘অ্যা’ ব্যপকভাবে ব্যবহৃত হলেও এর জন্য পৃথক কোনো বর্ণ নেই বাংলা বর্ণমালায়।
বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী