সঠিক উত্তর হচ্ছে: বহুব্রীহি
ব্যাখ্যা: গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে = গায়ে-হলুদ- এটি অলুক বহুব্রীহি সমাস। যে বহুব্রীহি সমাসে পূর্ব বা পরপদের কোনো পরিবর্তন হয়না, তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন: মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি, গলায় গামছা যার = গলায়গামছা ইত্যাদি।