সঠিক উত্তর হচ্ছে: সাবিরিদ খান
ব্যাখ্যা: সাবিরিদ খান ষোড়শ শতাব্দির গোড়ার দিকে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার নানুপুরে জন্মগ্রহণ করেন। পন্ডিতদের ধারনা, তার পিতা নানুরাজ মল্লিকের নামানুসারে নানুপুর ইউনিয়নের নামকরণ হয়ে থাকতে পারে। মধ্যযুগের অন্যতম কবি সাবিরিদ খানের দীঘি নানুপুরে অদ্যাবধি বিদ্যমান।\n\nসাহিত্য কর্মঃ বিদ্যাসুন্দর, রসূল বিজয়, হনিফা ও কয়রাপরী