সঠিক উত্তর হচ্ছে: ড. উড্রো উইলসন
ব্যাখ্যা: প্রথম বিশ্বযুদ্ধ__________________\r\n\r\n→ সময়কাল : ২৮ জুলাই,১৯১৪ থেকে ১১ ই নভেম্বর,১৯১৮ পর্যন্ত।\r\n→ অন্য নাম- WW1 বা গ্রেট ওয়ার। \r\n→ বিশ্বযুদ্ধের কারণ : অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ ২৮শে জুন,1914 wLª. বসনিয়া-হার্জেগোভিনার সারায়েভো শহরে অস্ট্রিয়ার যুবরাজকে হত্যা। যার ফলে অস্ট্রিয়া ও হাঙ্গেরী ২৮শে জুলাই যুদ্ধ ঘোষণা করেন।\r\n→ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ : অস্ট্রিয়ার হবু সম্রাট ও সম্রাজ্ঞী, আর্কডিউক ফার্ডন্যান্ড এবং সোফিয়া বসনিয়া সফরে যায় ২৮ জুন,১৯১৪। রাজধানী সারায়েভোতে যুবরাজ দম্পতি গাবরিলো প্রিন্সিপ নামে এক আততায়ীর হাতে প্রাণ হারালেন। গাবরিলো প্রিন্সিপ অস্ট্রিয় নাগরিক হলেও জাতি হিসেবে সার্ব হওয়ায় অস্ট্রিয়া সার্বিয়ার থেকে বিচার চায়, সেই সাথে ক্ষতিপূরণ। সার্বিয়া কিছু শর্ত মানলো, কিছু মানলো না। অস্ট্রিয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো এবং সময়ও ফুরিয়ে গেল। ২৮ জুলাই,১৯১৪ ইং তারিখে অস্ট্রিয়া-হাঙ্গেরি যুদ্ধ ঘোষণা করলো সার্বিয়ার বিরুদ্ধে। অস্ট্রিয়াকে জোর সাপোর্ট দেয় জার্মানি। রাশিয়া ছিল সার্বিয়ার বন্ধু।\r\n→ ১ম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ড. উড্রো উইলসন (২৮তম)