নিচের অপশন গুলা দেখুন
- গ্রীক আইন
- রোমান আইন
- এজিয়ান আইন
- ব্যবিলনীয় আইন
গ্রীক সভ্যতার একটি বর্ধিত অংশ রোমান সভ্যতা। এটি প্রাচীন রোম নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। অষ্টম খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সভ্যতা সগৌরবে টিকে ছিলো। দর্শন, সাহিত্য ও আইন রচনার ক্ষেত্রে রোমানরা অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। আধুনিক আইনের ভিত্তি হলো - রোমান আইন। এছাড়া একেশ্বরবাদী খ্রিস্টান ধর্মের ব্যাপক প্রসার ঘটায় রোমানরা।