সঠিক উত্তর হচ্ছে: অকাস
ব্যাখ্যা: ৩০ ডিসেম্বর ২০১৮ কার্যকর হওয়া CPTPP চুক্তিতে ১১টি দেশ রয়েছে। দেশগুলো হলো— অস্ট্রেলিয়া, ব্রুনাই, কানাডা, চিলি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম। চুক্তির মূল উদ্দেশ্য, দেশগুলোর মধ্যে বাণিজ্য শুল্ক কমিয়ে আনা। যে দেশটির প্রভাব রুখতে CPTPPর জন্ম, ১৬ সেপ্টেম্বর ২০২১ সেই দেশই যোগদানের জন্য আবেদন করে। ‘অকাস’ চুক্তির পরিপ্রেক্ষিতে CPTP-তে যোগদানের আবেদন করে চীন। যাতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের প্রভাব সহজেই বিস্তার করতে পারে দেশটি। [তথ্যসূত্রঃ প্রথম আলো]