সঠিক উত্তর হচ্ছে: প্রত্যয়ান্ত
ব্যাখ্যা: প্রত্যয়ান্ত বহুব্রীহি
\n? যে বহুব্রীহি সমাসের সমস্তপদে আ, এ, ও ইত্যাদি প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হয় প্রত্যয়ান্ত বহুব্রীহি। যথা-
\nএক দিকে চোখ (দৃষ্টি) যার = একচোখা (চোখ + আ) \nঘরের দিকে মুখ যার = ঘরমুখো (মুখ +ও) \nনিঃ (নেই) খরচ যার = নি-খরচে (খরচ + এ) [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১০]
\nএরকম- দোটানা, দোমনা, একগুঁয়ে, অকেজো, একঘরে, দোনলা, দোতলা, ঊনপাঁজুরে [প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক: ১০; স্কুল শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন পরীক্ষা : ১০] ইত্যাদি। \n