সঠিক উত্তর হচ্ছে: ডেটাপ্রবাহের হার
ব্যাখ্যা: এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পীড বলে।এ ট্রান্সমিশন স্পীডকে অনেক সময় ব্যান্ড উইডথ (band width) বলা হয়। এটি পরিমাপ করতে হয় বিট পার সেকেন্ড bps এককে।\n[তথ্যসূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান]