সঠিক উত্তর হচ্ছে: অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা: অমিয় চক্রবর্তী বাঙালি সাহিত্যিক ও শিক্ষাবিদ। বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব। তিনি পঞ্চপান্ডবদের একজন এবং রবীন্দ্রোত্তর যুগের অন্যতম আধুনিক কবি। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ -\" একমুঠো\" , \"দেয়াল\" \"অনিঃশেষ\", \"পালাবদল\" ইত্যাদি। [তথ্যসূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ডঃ সৌমিত্র শেখর]